বঙ্গবন্ধু যমুনাসেতুর পাশেই নির্মিত হবে বঙ্গবন্ধু রেলসেতুঃ রেলমন্ত্রী 388 0
বঙ্গবন্ধু যমুনাসেতুর পাশেই নির্মিত হবে বঙ্গবন্ধু রেলসেতুঃ রেলমন্ত্রী
সিরাজগঞ্জে -রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, বঙ্গবন্ধু সেতুর পাশেই নির্মিত হবে নতুন বঙ্গবন্ধু রেলসেতু।ইতোমধ্যেই বঙ্গবন্ধু যমুনা সেতু নির্মাণে টেন্ডার ও চুক্তিসহ অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর থেকেই যমুুনা সেতুর নির্মাণকাজ শুরু হবে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের সায়দাবাদ এলাকায় রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল এই দুটি অংশে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি ২০২৫ সালের মধ্যে সম্পন্ন হবে। নতুন রেলসেতুতে দুটি লাইন দিয়ে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে।
এ সময় সিরাজগঞ্জ সদর- কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাস, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সায়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নবীদুল ইসলাম প্রমুখ সহ রেল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।